রাজধানী

বিএনপি-জামায়াতের সহযোগিতায় ২১ আগস্ট হামলা: অধ্যক্ষ এম এ সাত্তার

মোঃ ইব্রাহিম হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ কারিগরী শিক্ষক ফেডারেশনের সভাপতি এবং অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক অধ্যক্ষ এম এ সাত্তার বলেছেন, তৎকালীন বিএনপি-জামায়াত সরকারের সহযোগিতা ছাড়া ২০০৪ সালের ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা সম্ভব নয়।তিনি এই ঘটনায় তৎকালীন সরকার ও প্রশাসনকে সরাসরি দায়ী করেছেন।

২১ আগস্ট ২০২১ রোজ শনিবার বাদমাগরিব ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকী উপলক্ষে মোহাম্মদপুর থানা আওয়ামী আয়োজিত মোহাম্মদপুর থানা আওয়ামী কার্যালয়ে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

গ্রেনেড হামলার ঘটনায় বিএনপি সরকার আলামত নষ্ট করে ফেলে উল্লেখ করে তিনি বলেন, ভুয়া তদন্ত প্রতিবেদন দেয় এবং জজ মিয়া নাটক সাজায়।আহতরা হাসপাতালে গিয়ে পর্যন্ত চিকিৎসা পায়নি। উল্টো এই ঘটনার দায় আওয়ামী লীগের ওপর চাপানোর চেষ্টা করা হয়।

অধ্যক্ষ এম এ সাত্তার বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর বাংলাদেশের ইতিহাসের আরেকটি কলঙ্কজনক ও রক্তাক্ত দিন ২১ আগস্ট। আজ ১৭ তম বছর। ২০০৪ সালের ২১ আগষ্ট ঢাকা বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে জননেত্রী, দেশরত্ন, জাতির জনক বঙ্গবন্ধুর সু-যোগ্য কন্যা, বাঙ্গালী জাতির নিরাপদ আশ্রয়, বাংলাদেশের স্বাধীনতা ও জনগনের অধিকার, আশা আকাঙ্খা বাস্তবায়নের ঠিকানা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে হাওয়া ভবনে বসে প্রশিক্ষিত সন্ত্রাসি ও জঙ্গি বাহিনী, বোমাবাজদের পূর্ব পরিকল্পনা মাফিক একত্রিত করে এক পৈশাচিক, জঘন্য, বর্বরোচিত, গ্রেনেড ও রাইফেলের গুলির হামলা চালায়। মুহূর্তে বঙ্গবন্ধু এ্যভিনিউর আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তিপ্রিয় শোভাযাত্রার পূর্বের সমাবেশ জঙ্গিদের গ্রেনেড হামলায় রক্তে লাল হয়ে যায়। ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায় সভাস্থল, সভার প্রধান অতিথি হিসেবে প্রিয় নেত্রী তখন বক্তব্য দিচ্ছিলেন। খোলা ট্টাকের উপর দাড়িয়ে বক্তব্যরত নেত্রীকে বাঁচানোর লক্ষ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রীবৃন্দ, নেত্রীর ব্যাক্তিগত নিরাপত্তারক্ষী মানবঢাল তৈরি করে নিজেদের জীবন বাজি রেখে জননেত্রী শেখ হাসিনাকে ঘিরে রাখেন। প্রিয় নেত্রীকে গ্রেনেড ও গুলির আঘাত থেকে রক্ষা করেন। সেদিন শেখ হাসিনার গাড়ি লক্ষ্য করেও চালানো হয় ছয়টি গুলি। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তিনি আহত হন, তার শ্রবণশক্তি চিরদিনের মতো ক্ষতিগ্রস্ত হয়। হামলার পরপরই শেখ হাসিনাকে কর্ডন করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় তার তৎকালীন বাসভবন ধানমন্ডির সুধা সদনে। ২১ আগস্টের রক্তাক্ত হামলার ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন ১৬ জন। পরে সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়ায় ২৪ জনে।

তিনি আরো বলেন, একুশে আগস্টের পরিকল্পনা বাস্তবায়ন করতে ব্যর্থ হওয়ার পর ওই দিনই চারজনকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। খালেদা জিয়া ও তারেকের তত্ত্বাবধায়নে তাদের পাঠানো হয়। ওই ঘটনায় তখনকার পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ সবাই জড়িত ছিল।১৫ই আগষ্ট কালো রাত্রিতে জাতির জনককে স্ব-পরিবারে হত্যা করার পর যারা ভেবে ছিল বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলে তার নীতি আদর্শকে হত্যা করা যাবে। বাংলাদেশ বলে স্বাধীন মাতৃভূমির নাম নিশানা মুছে ফেলা যাবে। কিন্তু তাদের ধারনা ভুল প্রমাণিত করে বঙ্গবন্ধুর রেখে যাওয়া প্রিয় কন্য শেখ হাসিনা যার ধমনিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার রক্ত প্রবাহিত যার নেতৃত্বে আওয়ামী লীগের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ, ঐক্যবদ্ধ বাঙ্গালী জাতি, মহান মুক্তিযুদ্ধের চেতনায় জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনিমার্ণে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ বাঙ্গালী জাতিকে এগিয়ে যেতে হবে বহুদূর।

অধ্যক্ষ এম এ সাত্তার বলেন, ২১ শে আগষ্ট বি,এন পি জামাতের জঙ্গীগোষ্টির বর্বরোচিত গ্রেনেড হামলা হতে প্রিয় নেত্রী শেখ হাসিনা প্রানে রক্ষা পেয়েছেন বলে আজ বাংলাদেশ ক্ষুদা দারিদ্র মুক্ত উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত, বাঙালি জাতি জাতির পিতার আজীবন লালিত স্বপ্ন সুখি সুন্দর বাংলাদেশ বির্নিমানে এগিয়ে যাচ্ছে।

আলোচনা সভায় আরও বক্তৃতা করেন, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মিয়া চান, সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন, সহ-সভাপতি মোঃ আনসার আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল সিদ্দিক তুহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ফকরুদ্দিন আহমেদ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাজান খান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩১, ৩৩ ও ৩৪ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ খলিলুর রহমান, ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোঃ হোসেন খোকন সহ প্রমুখ।

মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মিয়া চান এর পক্ষে অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল সিদ্দিক তুহিন।

অতঃপর ১৫ ও ২১ আগস্টের হত্যাকান্ডে শাহাদাত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’সহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। চলমান করোনা মহামারিতে মৃত্যুবরণকারীদের শহীদের মর্জাদা দান ও আক্রান্তদের আরোগ্য দানের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া ও মোনাজাত করা হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button