আন্তর্জাতিক

ভারতে নতুন করে প্রায় ৩১ হাজার করোনা রোগী শনাক্ত

ভারতে আরও কমেছে করোনায় দৈনিক সংক্রমণ। রবিবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৯৪৮ জন, যা শনিবারের তুলনায় ১০.১৮ শতাংশ কম।

তবে করোনায় মৃত্যুর সংখ্যায় ওঠানামার খেলা চলছেই। শনিবার এক ধাক্কায় চারশোর নিচে নেমে গিয়েছিল সেই সংখ্যা। কিন্তু গত ২৪ ঘণ্টায় তা আবার বেড়ে হয়েছে ৪০৩ জন।

এদিকে, কেরেলা রাজ্য নিয়ে এখনো চিন্তায় রয়েছে কেন্দ্র। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন সংক্রমণের ৫০ শতাংশেরও বেশি হয়েছে এই রাজ্য থেকে। ১৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন সেখানে। তার পরই রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫৭৫।

তবে ভারতে করোনায় সংক্রমণের হারে উন্নতি দেখা গেছে। গত ২৭ দিন ধরে সংক্রমণের হার ছিল ২ শতাংশের নিচে। রবিবার তা আরও কমে হয়েছে ১.৯৫ শতাংশ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button