নওগাঁর রানীনগরে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
নওগাঁ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কমপক্ষে ৩টি করে বৃক্ষ রোপন করি এ শ্লোগানে নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের মুড়িঘাটি খালের দু‘পাশে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
‘মুজিব বর্ষে আহবান, লাগাই গাছ বাড়াই বন প্রতিপাদ্যে এর ধারা বাহিকতায় শনিবার দুপুরে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থা আয়োজনে এ বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধনে অংশ গ্রহন করেন মুড়িঘাটি খালের বৃক্ষরোপণ কর্মসূচীর কমিটির সভাপতি মোঃ তারেক মাহমুদ পলাশ, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক বৃক্ষ প্রেমিক মাহমুদুন নবী বেলাল, সদস্য জালাল উদ্দীন, স্বর্ণা আক্তার,হাসেম আলী শেখ,জালাল হোসেন, বিজনেস বাংলাদেশ নওগাঁ জেলা প্রতিনিধি তমাল ভৌমিক, মধুমতি টিভির জেলা প্রতিনিধি সজিব হোসেন সহ স্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
এ বৃক্ষ রোপন কর্মসূচী মুড়িঘাটি খালের ৮কিঃ মিঃ দু‘পাশে ৪ লাইনে ফলজ, বনজ, ঔষুধী, ভেষস সহ প্রায় ৩২ হাজার বৃক্ষ রোপন করা হবে বলে জানা যায়।