রাজনীতি

ঢাকা মহনগর উত্তর-দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহনগর উত্তর ও দক্ষিণ শাখা কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কমিটি ঘোষণা করা হয়।

এতে জানানো হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক বৈঠকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। শফিকুল ইসলাম মিল্টনকে আহ্বায়ক ও মোস্তফা জগলুল পাশা পাপেলকে সদস্য সচিব করে দুই সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলে গোলাম মাওলা শাহিনকে আহ্বায়ক ও খন্দকার এনামুল হক এনামকে সদস্য সচিব করে দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

বিবৃতিতে আরো বলা হয়, কমিটির নেতৃবৃন্দকে আগামী সাত দিনের মধ্যে কমিটির বাকি পদ পূরণ করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদন নেয়া জন্য যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নির্দেশ দিয়েছেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button