দেশজুড়ে

সংবাদকর্মী নয়নের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লিখন রাজ

নিজস্ব প্রতিবেদকঃ এক একটি বছর পেরিয়ে ২৪ বছরে পর্দাপন করলেন, বঙ্গ টেলিভিশনে রূপগঞ্জ প্রতিনিধি ও রূপগঞ্জ বার্তার সম্পাদক মাহমুদুল হাসান নয়ন। আজ ২১ আগস্ট চব্বিশ তম জন্মদিন, তার জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার ও বিডি মর্নিং এবং তরঙ্গ নিউজ এর রূপগঞ্জ প্রতিনিধি লিখন রাজ।

লিখন রাজ বলেন,শুভজন্মদিন প্রিয় ছোট ভাই জন্মদিনের শুভেচ্ছা ও ভালবাসা নাও। আজকের এই খুশি ও আনন্দের দিনে তোমার সুসাস্থ ও সুন্দর ভবিষৎ কামনা করছি। দীর্ঘজীবী হও যেন তোমার জীবনে বহুবার এই আনন্দের দিনটি ফিরে আসে। তবে সবসময়ই মনে রাখবে সময় গতিশীল আর এই গত হওয়া সময়কে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। পরিশ্রম ও সুষ্ঠু কাজের মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার শপথ নাও আজকের এই জন্মদিনে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button