জাতীয়

জাপান থেকে আসছে আরও ৭ লাখ ৮১ হাজার টিকা

করোনা মহামারিতে বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপান থেকে আরও ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ টিকা দেশে আসছে। টিকাগুলো নিয়ে একটি ফ্লাইট শনিবার বিকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাস ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, জাপান থেকে ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকার চতুর্থ চালান ঢাকায় আসবে। জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশটির স্থানীয় সময় শুক্রবার রাতে একটি ফ্লাইট টিকার এই চালান নিয়ে ঢাকার পথে রওনা হয়েছে।

এ নিয়ে চার দফায় বাংলাদেশে ২৪ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠাচ্ছে জাপান। সব মিলিয়ে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা রয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button