নতুন নিয়মে পুলিশ কনস্টেবল নিয়োগের বিষয়ে নওগাঁয় পুলিশ সুপারের সংবাদ সন্মেলন
মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড.বেনজীর আহম্মেদ বিপিএম (বার) কর্তৃক প্রবর্তিত নতুন নিয়মে সর্বাধিক স্বচ্ছতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল নিয়োগের লক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর বিষয়ে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশ নওগাঁ জেলা শাখার আয়োজনে, আজ (২০আগষ্ট) শুক্রবার দুপুর ১২টায় নওগাঁ জেলা পুলিশ লাইনস্ ড্রিলশেডে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খাঁন চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউল, জেলা পুলিশ বিশেষ শাখা ইন্সপেক্টর ইনচার্জ (ডিবি) কে এম সামসুদ্দিন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগে সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচনের নতুন নিয়ম ও পদ্ধতি পরিবর্তন করেছে বাংলাদেশ পুলিশ।কোন দালাল কিংবা প্রতারক চক্র যাতে চাকরিপ্রার্থীদের কাছে থেকে প্রতারণা করে চাকরি দেওয়ার নাম করে টাকা-পয়সা হাতিয়ে নিতে না পারে সেজন্য পুলিশ কঠোর মনিটরিংয়ের ব্যবস্থা করবে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ সংক্রান্তে অপরাধীদের বিরুদ্ধে আইনগত অপারেশন পরিচালনা করা হবে। দালাল, প্রতারক, তদবিরবাজ কিংবা অন্য যে কেউ যাতে চাকরিপ্রার্থীদের প্রতারিত করতে না পারে সেজন্য জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সকল মোবাইল টারগেট নম্বর সর্বক্ষণিক মনিটরিং করবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
চাকরিপ্রার্থীদের পারিবারিক অস্বভাবিক ব্যাংক লেনদেন,জমিজমা ও মূল্যবান সম্পদ বিক্রয় অর্থ লেনদেন ও ধার-কর্জ ইত্যাদি কঠোর ভাবে মনিটরিং করা হবে। অনেক অভিভাবক চাকরিপ্রার্থীদের সাথে মেয়েকে বিবাহ বন্ধনের প্রতিশ্রুতিতে যৌতুক হিসেবে টাকাপয়সা প্রদান করে যা প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ এ বিষয়ে পুলিশের নজরদারিতে রাখা হবে। কোন চাকরি প্রত্যাশী কারো মাধ্যমে তদবির কিংবা অসাধু পন্থা অবলম্বন করলে সঙ্গে সঙ্গে ঐ প্রার্থীকে অযোগ্য বলে বিবেচনা করা হবে এবং চাকুরীর নিয়োগের যে কোন পর্যায়ে দুর্নীতি প্রমাণিত হলে তার নিয়োগ বাতিল করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ কনস্টেবল নিয়োগ এর সকল ধরনের অনৈতিক লেনদেন এবং অবৈধ তকবির বন্ধের জন্য নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, উঠান বৈঠক, অপরাধ দমন সভা, মসজিদ-মন্দির প্রভৃতি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হবে। নওগাঁ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডিজিটাল ডিভাইস এবং স্থানীয় কেবল অপারেটরের মাধ্যমে পুলিশ কনস্টেবল নিয়োগ এর নতুন পদ্ধতি তথ্য প্রচার করা হবে।
এ সংক্রান্তে পুলিশের বিভিন্ন স্থাপনা থানা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের সামনে এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানে ড্রপ ডাউন ব্যানার স্থাপন করা হবে। পুলিশের নিয়োগ সংক্রান্তে কোথাও কোনো অনৈতিক লেনদেন অথবা কোন অবৈধ-পন্থা গ্রহণের ঘটনার তথ্য কেউ পুলিশকে প্রদান করলে তাকে পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে এবং তথ্য দাতার নাম পরিচয় গোপন রাখা হবে।
তিনি আরো বলেন, জেলা পুলিশের তালিকাভুক্ত তকবিরবাজ/দালালদের গোয়েন্দা নজরদারির মধ্যে এনে তাদের গতিবিধি নিবিরভাবে মনিটরিং করা হচ্ছে।