আন্তর্জাতিক

সিডনিতে লকডাউন বাড়ল আরও এক মাস

অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর সিডনিতে চলমান লকডাউনের মেয়াদ শুক্রবার আরও এক মাস বাড়ানো হয়েছে। পাশাপাশি জারি হয়েছে আংশিক কারফিউ। করোনার বিস্তার রোধে শহরটিতে দুই মাস ধরে লকডাউন চলছে।

নিউ সাউথ ওয়েলসের প্রধানমন্ত্রী গ্ল্যাডিস বেরিকন এক ঘোষণায় বলেন, নগরীর ৫০ লাখ লোককে ঘরে থাকতে বলার সময় এসেছে। দুর্ভাগ্যবশত সংক্রমণের সংখ্যা বাড়তে থাকায় সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন বহাল থাকবে।

করোনার ভারতীয় ধরন ডেল্টার প্রাদুর্ভাবের মুখে চলতি বছরে সিডনিতে প্রথম দফায় পাঁচ সপ্তাহের লকডাউন ৩০ জুলাই শেষ হয়। এরপর ২৮ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু তখনই বিশেষজ্ঞরা কমপক্ষে সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন বহালের কথা বলেছিলেন।

ওই সময় বলা হয়, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ও টিকা দেওয়ার ধীর গতি বিবেচনা করে সিডনিতে লকডাউন আরও এক মাস বাড়ানো হয়। কিছু এলাকায় মোতায়েন করা হয় সেনাবাহিনী। কিন্তু তাতে অবস্থার তেমন উন্নতি হয়নি।

মহামারির সময় সিডনিতে বেশির ভাগ সময় খুব কমই ভাইরাসের সংক্রমণ দেখা গেছে, কিন্তু বর্তমানে এখানে দৈনিক ৬০০ লোক আক্রান্ত হচ্ছে। তাই সেপ্টেম্বরেও লোকদের ঘরে থাকতে হবে এবং রাতে কারফিউ থাকবে দিনে এক ঘন্টার জন্য বাইরে যেতে পারবে।

মধ্য জুনে একজন আন্তর্জাতিক ফ্লাইট ক্রু’র মাধ্যমে সিডনিতে করোনার ডেল্টা সংক্রমণ নতুন করে শুরু হয়।

গত মাসেই অস্ট্রেলিয়ার একাধিক শহর থেকে লকডাউন ওঠে গেছে। ওই সব অঞ্চলে পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক।

অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যা আড়াই কোটি। করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে সাড়ে ৪১ হাজারেরও বেশি লোক। মারা গেছে ৯৭১ জন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button