মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেই সামাজিক দূরত্ব, উপঁচে পড়া ভীড়
আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে করোনার টিকাদান বুথে সামাজিক দূরত্বের কোন বালাই নেই, নেই কোন নিয়মনীতির তোয়াক্কা। এমনকি টিকা দিতে আসা অনেকের মুখে নেই মাস্কও। এ কেন্দ্রের দৃশ্য দেখলে মনে হবে এখানে করোনার টিকা নিতে নয়, সাথে করে করোনা নিতে এসেছে মানুষজন। একজনের গায়ের উপর আরেকজন উপচে পড়ছে। কৃর্তপক্ষেরও এ বিষয়ে কোন নজরদারী লক্ষ্য করা যায়নি।
গতকাল বুধবার সরজমিনে গিয়ে দেখা যায়, টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কভিড টিকাদান বুথে উপচে পড়া ভীড় আর চেঁচামেচি। এটা কোন বাজার নাকি টিকাদান কেন্দ্র তা বুঝা যায় না। নারী ও পুরুষ বুথে একই অবস্থা। দেখে বুঝার উপায় নেই এটা বাজার না কোন টিকা কেন্দ্র। যে যার মতো করে লাইনে দাড়িয়ে আছে, পারলে একজনের মাথার উপর দিয়ে আরেকজন চলে যায়। নারীদের বুথে পুরুষ আর পুরুষদের বুথে নারীদের দাড়িয়ে থাকতে দেখা যায়।
এ বিষয়ে বুথে দায়িত্বরত স্বাস্থ্যকর্মীর সাথে কথা বললে তিনি জানায়, আমরা কি করবো, মানুষ কথা শুনে না। আপনি পারলে তাদের লাইনে দাড়ান করান।
এ বিষয়ে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডা: তাসলিমা ইসলাম জানান, বিভিন্নভাবে চেষ্টা করেও মানুষদের কথা শুনানো যায় না। আমি নিজেও কয়েকবার গিয়ে তাদের বলে এসেছি, কোন কাজ হয়নি। এছাড়াও লোকবল সংকট রয়েছে।