কিশোর-তরুণদের নিখোঁজের তথ্য সিটিটিসিকে জানাতে হবে: ডিএমপি কমিশনার

0
103

কারও বাসা থেকে কিশোর ও তরুণ বয়সীদের নিখোঁজ হওয়ার তথ্য পেলে কিংবা থানায় জিডি হলে তা সিটিটিসিকে অবহিত করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন।

ডিএমপির সভায় শফিকুল ইসলাম পুলিশ কর্মকর্তাদের ১৬ বছরের ঊর্ধ্বের কোনো ব্যক্তির নিখোঁজের তথ্য পেলে কিংবা থানায় জিডি হলে তা ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট- সিটিটিসিকে অবহিত করার নির্দেশনা দেন।

এমন সময়ে এই নির্দেশনা এল যখন দুই দশক পর আফগানিস্তানে ক্ষমতা দখল করেছে তালেবানরা। বাংলাদেশ থেকেও তালেবানদের ডাকে সাড়া দিয়ে কেউ কেউ দেশটিতে গেছেন বলে আলোচনা রয়েছে।

সভায় ডিএমপিতে জুন ও জুলাই মাসে অস্ত্র, মাদক, গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে পুরস্কারও দেন তিনি।

ডিএমপি কমিশনার কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “দেশে লকডাউনের বিধিনিষেধ শিথিল করায় পরিস্থিতি স্বাভাবিক হতে যাচ্ছে। এখন আইন-শৃঙ্খলার যাতে অবনতি না ঘটে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।”

তিনি বলেন,“প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। দায়িত্বপ্রাপ্ত সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। ঢাকা শহরের অপরাধ প্রতিরোধে সবাইকে আরও নিরলসভাবে কাজ করতে হবে।”

জুন ও জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জানানো হয়, ডিএমপির আটটি ক্রাইম বিভাগের মধ্যে প্রথম হয়েছে গুলশান বিভাগ।