আন্তর্জাতিক

পতাকা নিয়ে তালেবানদের সঙ্গে সংঘর্ষে নিহত ৩

আফগানিস্তানের জালালাবাদে জাতীয় পাতাকা নিয়ে তালেবানদের সঙ্গে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আলজাজিরা জানায়, ওই প্রদেশে আফগানিস্তানের পতাকা সরিয়ে তালেবানদের ব্যানার টানানো নিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে তিনজন নিহত হয়। বিক্ষোভে ১২ জনেরও বেশি আহত হয়েছে বলে জানা যায়।

তালেবান সদস্যদের গুলিতে তারা নিহত হন বলে দুই প্রত্যক্ষদর্শী ও এক সাবেক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বুধবার রয়টার্স জানায়, কাবুল থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে জালালাবাদ শহরের একটি চত্বরে স্থানীয় বাসিন্দারা আফগানিস্তানের জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে তালেবানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছে রয়টার্স। তবে, তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। আল জাজিরার চ্যারলেট বেলিস কাবুল থেকে জানান, জালালাবাদ ছাড়াও অন্যান্য প্রদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। স্থানীয়রা বলছেন, জাতীয় পতাকা সরিয়ে তালেবানদের ব্যানার টানানো হচ্ছে, এটা তারা মানতে পারছেন না।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button