দেশজুড়ে
রূপগঞ্জে মহরম উদযাপন করতে বাঠইমুড়ী শাহী মনজিলের বিশাল র্যালী
লিখন রাজ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে শহরে বাঠইমুড়ী শাহী মনজিলের উদ্যোগে মহরম উদযাপন করা হয়েছে।
বুধবার দুপুর থেকে থেকে বাঠইমুড়ী শাহী মনজিলের খাদেমরা একটি র্যালী বের করেন। এসময় র্যালীটি উপজেলা পরিষদ চত্বর হয়ে বেশকয়েকটি সড়ক প্রদক্ষিণ করে মুড়াপাড়া জমিদার বাড়িতে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, আব্দুল হালিম ভুইয়া, মনির মিয়া, জহুর মিয়া, দিলু মিয়া, জহুর আলী, আরবী চাঁন প্রমূখ।