দেশজুড়ে

বনানীতে ট্রেনের ধাক্কায় এক শ্রমিক নিহত

এস, এম,মনির হোসেন জীবন- রাজধানীর বনানী সৈনিক ক্লাবের সংলগ্ন রেললাইনে বসে মোবাইল ফোন টিপার সময় অসাবধানতা বশত: ট্রেনের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম মো. হানিফ (২২) ।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো, বাচ্চা মিয়া আজ বুধবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে বনানী সৈনিক ক্লাবের পাশে রেললাইনে এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত হানিফের ভাই বিল্লাল হোসেনের উদ্বতি দিয়ে পুলিশ জানান, নিহত হানিফ সৈনিক ক্লাবের পাশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্যাকেজ -২ আইকন কোম্পানিতে কাজ করত। তেজগাঁও নাখালপাড়া এলাকায় থাকত সে। নিহত হানিফের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় বলে জানা গেছে।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, এলাকায় লোকজনের কাছ থেকে জানতে পারেন, হানিফ কাজ শেষে রেললাইনের উপর বসে মোবাইল ফোন দেখছিল। এমন সময় কমলাপুর থেকে ছেড়ে আসা বিমানবন্দরগামী একটি ট্রেনের ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে আসলে সে মারা যায়।
এবিষয়ে আইনগত ব্যবস্হা গ্রহনের প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button