আন্তর্জাতিক

হাইতিতে ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ১৯৪১

ক্যারিবিয়ান সাগর অঞ্চলের দ্বীপরাষ্ট্র হাইতিতে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৯৪১ জনে দাঁড়িয়েছে। অসংখ্য মানুষ নিখোঁজ থাকায় এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার (১৮ আগস্ট) দেশটির সিভিল প্রটেকশন এজেন্সির বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বিবিসি ও রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, হাইতির স্থানীয় সময় গত শনিবার সকালে (১৪ আগস্ট) এই ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৭ দশমিক ২।

হাইতির সিভিল প্রটেকশন এজেন্সি তাদের হালনাগাদকৃত তথ্যে জানিয়েছে, এখন পর্যন্ত ১ হাজার ৯৪১ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এছাড়া অসংখ্য নিখোঁজের পাশাপাশি আহত হয়েছেন সাড়ে পাঁচ হাজারের বেশি।

হাইতির পশ্চিমাঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ধর্মীয় উপাসনালয় ও হোটেল রয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি এই ভূমিকম্পকে ‘ব্যাপক ক্ষতি’ বলে আখ্যায়িত করে এক মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এছাড়া তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে ত্রাণ কার্যক্রমের জন্য একটি কমিটি গঠন করেছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রাজধানী পোর্ট–অ–প্রিন্স থেকে ১৫০ কিলোমিটার পশ্চিমে সেন্ট লুইস দু সুদ শহরের ১২ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button