রামপালে র্যাব-৬ এর অভিযানে পাইপগানসহ আটক-১
সুব্র ঢালী,স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপালে র্যাবের অভিযানে অস্ত্রসহ এক ব্যক্তি আটক হয়েছে। সোমবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার কদমদী এলাকা থেকে ওই ব্যক্তিকে আটকেরর পর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬ জানায়, বাগেরহাটের রামপাল উপজেলার কদমদী এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১১টার দিকে অভিযান চালানো হয়। কদমদী এলাকার জনৈক মোঃ জিন্নাত আলী শেখের বসত-বাড়ির পাশে অভিযানকালে র্যারেব উপস্থিতি টের পেলে ঘটনাস্থল থেকে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে মোঃ বাপ্পা ফকিরকে (২৩) আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি দেশী তৈরী পাইপগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে রামপাল থানায় অস্ত্র আইনের ১৯ এর এ ধারায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অস্ত্রসহ আটক বাপ্পা ফকির বাগেরহাটের ফকিরহাটের জয়পুর থ্রীপাড়া গ্রামপর মোঃ মুজিব রহমান ফকিরের ছেলে।