দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে ফেরদৌসী ইসলাম জেসী এমপি

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামের পদ্মার ভয়াল ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের সাংসদ ফেরদৌসী ইসলাম জেসী এমপি।

১৭ আগস্ট মঙ্গলবার সকালে জেসী এমপি আওয়ামী লীগ নেতৃবৃন্দ কে সাথে নিয়ে ছুটে যান নদী ভাঙ্গন কবলিত এলাকায়। এ সময় উপস্থিত সকলের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি রয়েছে এই সব ভাঙ্গন কবলিত ভুক্তভোগী জনসাধারণের উপর।

আপাতত চেষ্টা চলছে জিও ব্যাগ দিয়ে যতটুকু সম্ভব ক্ষতি থেকে বাঁচার। ইনশাআল্লাহ পরবর্তী বন্যা মৌসুমের পূর্বে এর স্থায়ী সমাধান করার জন্য আমি আন্তরিক চেষ্টা করব।

তিনি আরও বলেন, আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। প্রধানমন্ত্রী সুস্থ থাকলে সব সম্ভব হবে। পরে হেঁটে ও নৌকা যোগে পদ্মার সম্পুর্ন ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন ফেরদৌসী ইসলাম জেসী এমপি।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মেসবাহুল শাকের জ্যোতি।

আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাকিনা খাতুন পারুল চরবাগডাংগা ইউনিয়নের চেয়ারম্যান শহিদ রানা টিপু, চরবাগডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও স্থানীয় দলীয় নেতাকর্মী স্থানীয় জণগণ।
উল্লেখ্য, গত সোমবার দুপুর থেকে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত বর্তী ৩৩ ঝুঁকিপূর্ণ পয়েন্টের বেশ কয়েকটিতে নদী ভাঙন শুরু হয়। তড়পার ঘাট, হড়মা, দেবী নগরসহ বিভিন্ন স্থানে গাছপালা, ঘরবাড়ি নদীতে নেমে যায়। এই মৌসুমে বেশ কয়েকবার আঘাত হানল নদী ভাঙ্গন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button