দেশজুড়ে

বীরগঞ্জ সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ ড. মাসুদুল হক কে সংবর্ধনা

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজে নবাগত অধ্যক্ষ বিশিষ্ট কবি ও গবেষক ড. এ.কে. এম. মাসুদুল হক কে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সংবর্ধনা প্রদান করেন।

বীরগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে ১৭ আগষ্ট মঙ্গলবার দুপুর ১২ টায় বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি প্রকাশ কুমার দাশের নেতৃত্বে অধ্যক্ষ ড. এ.কে. এম. মাসুদুল হক কে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান কালে উপস্থিত ছিলেন সহ সভাপতি নিখিল শর্মা, সাধারন সম্পাদক নয়ন রায়, সাবেক সভাপতি রতন কুমার সরকার, গোপাল সরকার, পরিমল রায়, সুমন রায়, আব্দুল্লা হেল কাফী, দেবেশ রায়, শ্যমল চন্দ্র বর্মন, জয়দেব সরকার সহ সংগঠনের সদস্য ও কলেজের শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উলেক্ষ্য, বীরগঞ্জ ডিগ্রী কলেজটি ২০১৮ সালের ৮ আগষ্ঠ সরকারি ঘোসনা হওয়ার পর সরকারি ভাবে ১২ আগষ্ট তিনি প্রথম অধ্যক্ষ হিসাবে যোগদান করেন। অধ্যক্ষ ড. এ.কে. এম. মাসুদুল হক দিনাজপুর সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button