আন্তর্জাতিক
হাইতিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪১৯
হাইতিতে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪১৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। সোমবার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির খবরে বলা হয়, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। এখনও অসংখ্য মানুষ নিখোঁজ রয়েছেন। এখনও ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারে চেষ্টা চালিয়েছে যাচ্ছেন উদ্ধার কর্মীরা। স্থানীয়রাও উদ্ধারকাজে যোগ দিয়েছেন। তবে, সময়ের ব্যবধানে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এর আগে হাইতির স্থানীয় সময় শনিবার সকালে (১৪ আগস্ট) শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানে। এতে গির্জা, হোটেল, ঘরবাড়ি-রাস্তাঘাট ও স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বহু মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। ফলে তাদের খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে।