বুরো বাংলাদেশ ঢাকা মোট্রোপলিটন অঞ্চলের জাতীয় শোক দিবসে বৃক্ষ রোপণ কর্মসূচী
জাহাঙ্গীর আলম : দেশের ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম বুরো বাংলাদেশ সারাদেশ ব্যাপী কর্মসূচীর ন্যায় ঢাকা মোট্রোপলিটন অঞ্চলের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত হয়েছে।
১৫ আগষ্ট (রবিবার) দিবসটি উপলক্ষে বুরো বাংলাদেশ ঢাকা মোট্রোপলিটন অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মুস্তাফিজুর রহমান রাহাতের নেতৃত্বে ৫৫ শাখার শাখা ব্যবস্থাপক এবং ১১টি এলাকার এলাকা ব্যবস্থাপকের সমন্বয়ে গঠিত টিমের মাধ্যমে এই কর্মসুচী বাস্তবায়ন করা হয়। দিনব্যাপী কর্মসূচীতে ঢাকার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালসহ ২২টি প্রতিষ্ঠানে ৩-৫টি করে বৃক্ষ রোপন করা হয়। রবিবার সকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড- ঢাকা এর চেয়ারম্যান নেহাল আহামেদ উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন। পরে বুরো বাংলাদেশ ঢাকা মোট্রোপলিটন অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মুস্তাফিজুর রহমান রাহাত বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে প্রতিষ্ঠান প্রধান ও অন্যান্য কর্মকর্তাদের সাথে বৃক্ষ রোপনের কাজ সম্পন্ন করেন।
এই কর্মসুচীতে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন শিল্পকলা একাডেমির সচিব আসাদুজ্জামান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের ডিরেক্টর জেনারেল ড. মোঃ আখতারুজ্জামান, জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডাঃ রাশিদা সুলতানা, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জামিল আহমেদ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল কাজী মোঃ রশিদ উন নবী, নটরডেম কলেজের অধ্যক্ষ ড. ফ্রঃ হেমন্ত পিয়াস রোজারিও, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, ঢাকা কলেজের সহকারী অধ্যাপক ওবায়দুল করিম, মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক ড. অসীম কুমার নাথ, ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ ড. মোঃ আবু মাসুদ, সরকারী বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আইয়ুব ভূইয়া, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর জাব্বার, এ.কে.এম রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান ভূঁইয়া, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ কানাইলাল সরকার, কাঁচকুড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মতলব হোসেন, হায়দার আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শামসুজ্জামান মৃধা, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, সেনা পল্লী হাই স্কুলের প্রধান শিক্ষিকা শাহিন মাহবুবা সহ ঢাকা মোট্রোপলিটন অঞ্চলের সকল এলাকা ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপকবৃন্দ।