অর্থনীতি

সূচকের উত্থানে শেষ হলো পুঁজিবাজারে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার সূচকের উত্থানের মধ্য দিয়ে শেষ হয় দিনের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে জানা যায় এসব তথ্য।

এদিন ৪৯ পয়েন্ট বেড়ে ডিএসইর ডিএসইএক্স সূচক অবস্থান করছে ৬ হাজার ৭৪৮ পয়েন্টে। এ ছাড়া ডিএসই-৩০ সূচক কোনো পয়েন্ট না বেড়ে এবং ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ২৪২৭ পয়েন্ট ও ১৪৬৮ পয়েন্টে।

এ ছাড়া দিনটিতে লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ২০৪ কোম্পানির এবং কমেছে ১৪৬ কোম্পানির। এ ছাড়া দাম অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও বেড়েছে সূচক। সিএএসপিআই সূচক ১৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৬৫০ পয়েন্টে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button