দেশজুড়ে
পংকজ নাথের নির্দেশনায় ১০০টি স্থানে জাতীয় শোক দিবসের মিলাদ ও দোয়া অনুষ্ঠান
হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট থানার বিভিন্ন এলাকায় স্থানীয় সাংসদ পংকজ নাথের নির্দেশনায় প্রায় এক শত টি ভেন্যুতে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা দোয়া ও মিলাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল থেকেই দোয়া অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়ে চলবে সারাদিন।
অনুষ্ঠানের প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মিলাদ। সব শেষে তবারক বিতরণ। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ।