দেশজুড়ে

কালিহাতীতে প্রবল বৃষ্টিতে রাস্তায় ধ্বস, হুমকির মুখে বসতবাড়ী

জাহাঙ্গীর আলম, কালিহাতী (টাঙ্গাইল) : টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার বেতডোবায় প্রবল বৃষ্টিতে পাকা রাস্তা ধ্বসে পড়েছে। এতে ওই এলাকার মানুষদের যোগাযোগ ব্যবস্থা ও কয়েকটি বসতবাড়ী হুমকির মুখে পড়েছে।

পৌরসভার দক্ষিণ বেতডোবা এলাকায় ঢালাই করা পাকা রাস্তার ধারে পুকুরের পাড়সহ রাস্তার কিছু অংশ পুকুরের মধ্যে ধ্বসে পড়ায় এ আশঙ্কার সৃষ্টি হয়েছে। রাস্তাটির প্রায় শত ফুট বিস্তৃত নিম্নভাগের মাটি সরে গিয়ে ওই পাকা রাস্তাটি ধ্বসে গেছে।

স্থানীয়রা জানান, বেশ কয়েকদিনের টানা বর্ষণে রাস্তায় ফাটল ধরে ছিল। গত বৃহস্পতিবারের ভারি বর্ষণে পুকুরের পাড়সহ পাকা রাস্তার মাটি পুকুরে ধ্বসে গেছে। এতে রাস্তার নিচের মাটি সরে যাওয়ায় সোলিং এ ফাটল ধরে চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। জরুরী ভিত্তিতে রাস্তাটি সংস্কার না হলে দু-একদিনের বৃষ্টিতে কয়েকটি বসতঘর সহ রাস্তাটি পুকুরে বিলিন হওয়ার সম্ভাবনা রয়েছে।
রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় কাউন্সিলর অজয় কুমার দে লিটন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভারী বৃষ্টিতে রাস্তার ঢালাই এর নিচের মাটি সরে পুকুরে চলে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। আগামী সোমবার মেরামতের কাজ শুরু করবো।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button