মাগুরায় কাউন্সিল পাড়া কমিউনিটি সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত
মতিন রহমান, মাগুরা: মাগুরা শহরের অভিজাত এলাকা কাউন্সিল পাড়ার স্থানীয় বাসিন্দাদের সংগঠন “কাউন্সিল পাড়া স্যোশাল ডেভেলপমেন্ট কমিউনিটির” সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের থানার সামনে খান প্লাজার অফিস কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
শহরের প্রানকেন্দ্রের অভিজাত এলাকার বাসিন্দাদের সামাজিক মেলবন্ধন রক্ষা নিরাপত্তাসহ জীবন মান উন্নয়নের লক্ষে স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে গঠিত সামাজিক উন্নয়ন সংস্থা “কাউন্সিল পাড়া সোশ্যাল ডেভেলপমেন্ট কমিউনিটির মাধ্যমে এলাকার শান্তি, সুরক্ষা, সামাজিক মেলবন্ধন রক্ষাসহ বাসিন্দাদের সুবিধার্থে সরকার ও সংশ্লিষ্টদের পাশাপাশি নিজেস্ব কমিউনিটির সদস্যদের অংশ গ্রহনে নানা উন্নয়ন মুলক কর্মকান্ড পরিচালনা ও বাস্তবায়ন করে থাকে।
এরই ধারাবাহিকতায় চলমান করোনা মহামারী রোধে সুরক্ষা ব্যাবস্থা নিশ্চিত করন, প্রতিষেধক ভ্যাক্সিন টিকা গ্রহন ও মাক্স ব্যাবহারে সচেতনতা সৃষ্টি, নিজেস্ব অক্সিজেন সিলিন্ডার সরবরাহের ব্যাবস্থা ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ছাড়া এলাকায় রাত্রি কালীন নৈশ প্রহরীর টহল জোরদার, গেইট নির্মান, সিসি ক্যামেরা স্থাপন, পরিচ্ছন্নতা কর্মী নিয়োগসহ পরিচালিত নানা কর্মকান্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে বিস্তার আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
গতকালের সভায় উপস্থিত বাসিন্দারা শুরুতেই এলাকার প্রয়াত সকল মুরব্বিগনের আত্বার মাগফেরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া পাঠ এবং তাদের স্বরনে এক মিনিট নিরবতা কর্মসুচি পালন করেন।
কমিউনিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক ব্যাক্তিত্ব ও ক্রীড়া সংগঠক জনাব কামরুজ্জামান চপলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যতম উদ্যোক্তা সাংবাদিক রবীন শরীফ স্বাগত বক্তব্য প্রদানসহ অনুষ্ঠান সঞ্চালনের দ্বায়িত্ব পালন করেন ।
সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দাদের মাঝে উপদেষ্টা আব্দুল ওহাব মাস্টার, আহবায়ক বিশিষ্ট ব্যাবসায়ী খান আকরাম হোসেন নান্নু, ব্যাবসায়ী মিনহাজ খান, লুলু শরীফ, আলতাফ হোসেন, এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক (পিপি), তারিকুল ইসলাম তারিক প্রমুখ বক্তব্য প্রদান করেন।
এ সময় ঢাকা হতে টেলি কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বিশিষ্ট আবাসন ব্যাবসায়ী, খ্যাতনামা সাবেক কৃতি ফুটবলার ও ঢাকাস্থ মাগুরা জেলা সমিতির সাধারণ সম্পাদক এই কমিউনিটির অন্যতম উপদেষ্টা জনাব শরীফ আজিজুল হাসান মোহন আলোচনায় অংশ নেন। এ ছাড়াও একই ভাবে টেলি কনফারেন্সে যুক্ত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন মাগুরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ ডাক্তার উপদেষ্টা জনাব আব্দুল হাই। তারা বাসিন্দাদের সার্বিক উন্নয়নে মহৎ এ উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়ে কমিউনিটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। অচিরেই এটিকে সুন্দর অভিজাত আবাসস্থল হিসাবে জেলা শহরের মধ্যে অন্যতম এক রোল মডেলে পরিনত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
সভায় উপস্থিত বক্তারা বর্তমান সামাজিক অবস্থার উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুন্দর, আধুনিক বাসযোগ্য আবাসন সৃষ্টির লক্ষে পরস্পর সার্বিক সহযোগীতায় সকলকে এগিয়ে আশার আহবান জানান।