দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে জনপ্রিয় হয়ে উঠছে উশু

ফরিদুল ইসলাম রঞ্জু, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে জনপ্রিয় হয়ে উঠেছে মার্শাল আর্ট উশু। খেলাধুলার অন্যান্য ইভেন্টের পাশাপাশি জেলার উশু খেলোয়াড়রা জায়গা করে নিয়েছে জাতীয় পর্যায়ে। করোনার কারণে একত্রিত হতে না পারলেও দীর্ঘদিন পর এখন তারা নিয়মিত কার্যক্রম চালাচ্ছেন বাড়ির ছাদ কিংবা বাড়ির উঠানে। প্রশিক্ষণের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা ও আত্মরক্ষায় ভূমিকা রাখার আশা অভিভাবকদের।

রাত পোহালে বাড়ি বাড়ি গিয়ে সূর্য ওঠার আগেই উশু কোচ বাড়িতে হাজির। প্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রীদের কথা ভেবে এখন তারা বাড়িতে গিয়েই শেখাচ্ছেন উশু ফাইট। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন থেকে ক্লাব বন্ধ থাকায় তারা এই উদ্যোগটি বেছে নিয়েছে, এতে সাড়া দিয়েছে অভিভাবক ও ছাত্র-ছাত্রীরাও তাদের এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রাও।

ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন এলাকায় ছাত্র-ছাত্রীদের বাড়িতে গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ির ছাদ কিংবা বাড়ির উঠানে শেখানো হচ্ছে উশুর বিভিন্ন ইভেন্ট। তাদের এমন কার্যক্রম দেখে স্থানীয়ভাবে নারীরাও এগিয়ে এসেছে। অভিভাবকদের স্বপ্ন তাদের মেয়েরা উশু শিখে নিজের নিরাপত্তা নিজেই দিতে পারবে এবং তারা বাড়িতেই প্র্যাকটিস করছে বাহিরে বের হলে যেন নারীরা নিজের নিরাপত্তা নিজেই করতে পারে। জেলা পর্যায়ে উশু শিখে তারা যেন জাতীয় পর্যায়ে সুযোগ পায় সেটা স্বপ্ন দেখছেন অভিভাবকরা।

ঠাকুরগাঁও প্রজন্ম উশু ফাইট স্কুলের মহিলা কোচ আফসানা আক্তার রিতু বলেন করোনা মহামারীতে আমাদের ক্লাব বন্ধ থাকায় আমি মেয়েদের নিয়মিত বাসায় গিয়ে প্র্যাকটিস করাচ্ছি। আসলে এখন ঠাকুরগাঁও জেলার মেয়েরা উশুর প্রতি আগ্রহ দেখাচ্ছে বেশি। তিনি আরো বলেন সরকারি সুযোগ সুবিধা পেলে একজন নারী কোর্স হিসেবে আরও অনেক দূরে নিয়ে যেতে পারবে আমাদের প্রতিষ্ঠান।

ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার উশু কোচ বাবুল আহমেদ রুবেল জানিয়েছেন এই করোনা কালীন সময়ে আমরা নিয়মিত ছাত্র ছাত্রীদর বাসায় গিয়ে করোনার মাঝেও প্রাকটিস করাচ্ছি। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবুর নির্দেশনায় ভিডিও জুম অ্যাপস এর মাধ্যমে নিয়মিত ক্লাস করাচ্ছেন এবং ছাত্র ছাত্রীদের শরীর যেন অলস না হয়ে যায় তার কথা ভেবে সে উদ্দেশ্যে আমরা বাসায় গিয়ে আমাদের ছাত্র-ছাত্রীদের প্র্যাকটিস করাচ্ছি। এখন পর্যন্ত উশুর ১৪ জন প্লেয়ার ন্যাশনাল টিমে খেলেছেন এবং সামনে আরো খেলবেন।

উল্লেখ্য প্রতিষ্ঠানটির শতাধিক খেলোয়ার রয়েছে এছাড়া জেলা উশু অ্যাসোসিয়েশনের উদ্যোগে সদরের গড়েয়া এবং পীরগঞ্জ উপজেলায় অর্ধশতাধিক খেলোয়াড় রয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button