শাহজাদপুরে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


জাহিদ হাসান,শাহজাদপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ– স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন মামুনুর রশিদ লিয়াকত, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যন মুস্তাক আহমেদ, শাহজাদপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইনামুল হক, ইউসিসি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা বিনয় কুমার পাল, গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, ভেটেরিনারি সার্জন মীর কাউসার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাচন অফিসার, উপজেলা আইসিটি কর্মকর্তা মাহবুবা আলম বিথী প্রমুখ।
১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্বাস্থ্য বিধি অনুসরণ করে যথাযথ মর্যাদায় পালন করার জন্য সবাইকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানান।