৯৯৯ এ ফোন পেয়ে ছিনতাইকৃত মাক্রোবাসসহ ৪ জন ছিনতাইকারী আটক
নাজিম উদ্দীন জনিঃ জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ পরিচয়ে ছিনতাই কৃত ব্যক্তিগত মাইক্রোবাস উদ্ধার সহ চার ছিনতাইকারীকে আটক করেছে যশোরের বাঘারপাড়া থানার পুলিশ।
আটকৃতরা হলো নড়াইল নড়াগাতি থানার নয়নপুর গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে বরখাস্ত পুলিশ সদস্য মিজানুর রহমান (৪০), শার্শা উপজেলার সেতাই গ্রামের নূর ইসলামের ছেলে ও গোগা ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল ইসলাম(৩৫), একই গ্রামের নাজির উদ্দিনের ছেলে দেলোয়ার (৪২), সাতক্ষীরা সদর উপজেলার মাসখোলা গ্রামের জোমাদ আলীর ছেলে জাহাঙ্গীর (৩২)। চক্রের বাকি চার সদস্য পালিয়েছে।
বাঘারপাড়া থানার এস আই নবুওয়াত জানান, বৃহষ্পতিবার সকাল সাড়ে আটটায় যশোরের বাঘারপাড়া বাজার থেকে একজন ৯৯৯ নম্বরে ফোন করে জানান তার ঢাকা মেট্রো চ-১৯-৬৯৯৪ নম্বরের কালো রঙের এক্স নোয়াহ গাড়িটি ছিনতাই হয়ে গেছে।
তিনি মাইক্রোবাস যোগে ঢাকা থেকে সাতক্ষীরা যাওয়ার পথে খুলনার জিরো পয়েন্ট এলাকায় অন্য একটি মাইক্রোবাস তাদের গাড়িটির গতিরোধ করে। গতিরোধ কারী মাইক্রোবাস থেকে সাত/আট জন ব্যক্তি নিজেদের পুলিশ বলে পরিচয় দেয় এবং তাকে মারধর করে ড্রাইভার সহ তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। এরপর তার মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে তাদের মাইক্রোবাস নিয়ে চলে যায়। এরপর তিনি গাড়ীটিকে অনুসরণ করে যশোরে চলে এসেছেন। এক পথচারীর মোবাইল নিয়ে তিনি ৯৯৯ নম্বর ফোন করে। ৯৯৯ তাৎক্ষণিক ভাবে বিষয়টি যশোর জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে জানালে পুলিশি তৎপরতা শুরু হয়।
ছিনতাইকৃত গাড়িটি আটকের অভিযান শুরু করে পুলিশ। সকাল সাড়ে দশটায় বাঘারপাড়া থানা পুলিশের একটি পুলিশ দল শোভদেব নগর এলাকা থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে একই সাথে চার ছিনতাই কারীকে আটক করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন বলেছেন, জিজ্ঞাসাবাদ চলছে। বাকি তথ্য পরে জানিয়ে দেওয়া হবে।