দেশজুড়ে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বজ্রপাতে ২ জন নিহত
ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ক্ষুদ্র নৃ গোষ্ঠির একজনসহ দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, উপজেলার পার্বর্তীপুর ইউনিয়নের শেরপুর কোঠাডাঙ্গা এলাকার ক্ষুদ্র নৃ গোষ্ঠির মৃত ঝাড়িয়ার ছেলে বিদয় উঁরাও (৫০) ও বড়দাদপুর ইউনিয়নের স্কুলপাড়া এলাকার এমরানের ছেলে ইয়াসিন (১৪)।
বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে জেলার গোমস্তাপুর উপজেলায় বজ্রপাতে এ দুইজন মারা যান। গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, সকালে বিদয় উঁরাও তার বাড়িতে বসে ছিলেন। এসময় বজ্রপাতে তার মৃত্যু হয়। অন্যদিকে ইয়াসিন (১৪) গরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারায়।
গোমস্তাপুর উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান জানান, বজ্রপাতে নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।