দেশজুড়ে

রাঙ্গাবালীতে গাঁজাসহ আটক নরসুন্দর

এম এ ইউসুফ আলী, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গাঁজাসহ মিলন চন্দ্র শীল (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চরমোন্তাজ তদন্তকেন্দ্র পুলিশ।

বুধবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭ টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের লঞ্চঘাট এলাকার সোহরাব হোসেনের দোকানের সামনে থেকে ১০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়েছে। চরমোন্তাজ তদন্তকেন্দ্র ইনচার্জ মমিনুল ইসলাম এ তথ্য জানান।

আটককৃত হলেন- উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাহেরচর গ্রামের গৌড়াঙ্গ চন্দ্র শীলের ছেলে। তিনি চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা গ্রামে একটি সেলুনে সহযোগী হিসেবে কর্মরত ছিলেন।

রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button