বঙ্গবন্ধুকে নিয়ে সামিনা-আগুনের গান ‘শোকাবহ আগস্ট’

0
106

শোক দিবস উপলক্ষে ‘শোকাবহ আগস্ট’ শিরোনামে নতুন একটি গান নিয়ে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী ও আগুন। শোকাবহ ১৫ আগস্ট স্মরণে এজি মিউজিক এটি বাজারে আনছে।

গানটি লিখেছেন এইচএ গোলন্দাজ এবং কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী ও আগুন। সুর ও সংগীত পরিচালনা করেছেন অন্তু গোলন্দাজ।

রাজধানীর রামপুরায় অবস্থিত স্টুডিও রং থেকে গানটির সার্বিক কারিগরি কাজ সম্পন্ন করা হয়েছে। গানটির মোশনগ্রাফিক্স, কালার ও এফএক্সের কাজ সম্পন্ন করেছেন আল-আমিন শান্ত।

গানটি এজি মিউজিক ইউটিউব চ্যানেলে ১৪ জুলাই সন্ধ্যায় অবমুক্ত হবে।

উল্লেখ্য, ২০১৯ সালের এপ্রিল থেকে এজি মিউজিক গান নির্মাণের কাজ শুরু করে। ‘শোকাবহ আগস্ট’-এর ৩৯তম গান এবং আরও কিছু গানের কাজ চলমান রয়েছে।