টাইব্রেকারে সুপার কাপ জিতল চেলসি

0
97

বুধবার রাতে সুপার ক্যাপের ফাইনালে ভিয়ারিয়ালকে টাইব্রেকারে হারিয়ে সুপার কাপ জিতেছে চেলসি। নিরপেক্ষ ভেন্যু নর্দার্ন আয়ারল্যান্ডের বেলফাস্টের উইন্ডসর স্টেডিয়ামে টাইব্রেকারে ম্যাচ গড়ালে ৬-৫ ব্যবধানে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালকে হারিয়ে শিরোপা জিতে ইংলিশ ক্লাবটি।

টাইব্রেকারে ভিয়ারিয়ালের দুটি শট রুখে দিয়ে চেলসির নায়ক বদলি গোলরক্ষক কেপা আরিজাবালাগা। ম্যাচের শুরু থেকেই সমানে সমান লড়তে থাকে দু’দল। একের পর এক আক্রমণে ব্যস্ত হয়ে পড়ে দুই দলের রক্ষণভাগ। তবে প্রথম গোল পায় চেলসি।

ম্যাচের ২৭ মিনিটের মাথায় হাকিম জিয়েচির গোলে লিড নেয় চেলসি। প্রথমার্ধে গোল পরিশোধ করতে পারেনি ভিয়ারিয়াল। তবে বিরতির পর ৭৩ মিনিটের মাথায় সমতায় ফেরে স্প্যানিশ ক্লাবটি।

জিয়ার ব্যাকপাস পেয়ে জোরালো শটে সমতা আনেন জেরার্ড মরেনো। এ নিয়ে শেষ ৯ ম্যাচে আট গোল করলেন মরেনো।

তার আগে পরে অবশ্য বেশ কয়েকবার সুযোগ আসে দু’দলের সামনেই। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। দশ মিনিটের মাথায় ফাঁকায় বল পেলেও লক্ষ্যে ঠিক রাখতে পারেননি ক্রিস্টিয়ান পুলিসিক।

অতিরিক্ত সময়েও গোল করতে যখন ব্যর্থ হয় দু’দল তখন ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এবারসহ ৪৭টি সুপার কাপ ম্যাচের মাত্র তিনটি গড়াল টাইব্রেকারে। এই টাইব্রেকারের সবকটি ম্যাচেই খেলেছে চেলসির নাম। এর আগে দুটি টাইব্রেকারের ম্যাচে হারলে এবার জিতেছে ব্লুজরা।