দেশজুড়ে
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু


ফরিদুল ইসলাম রঞ্জু, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বজ্রপাতে তৌহিদুল ইসলাম (২৯)নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১১আগস্ট) দুপুরে রুহিয়া থানাধীন কানিকশালগাঁও(দলুয়া পড়া) গ্রামের এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত তৌহিদুল ইসলাম বাড়ির পাশে আমন ধান ক্ষেতে সার প্রয়োগের সময় হঠাৎ বজ্রপাতে জ্ঞান হারিয়ে ফেলে। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।