দেশজুড়ে

সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা-লুটপাট ও ভাঙচুরের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

ফরিদুল ইসলাম রঞ্জু, ঠাকুরগাঁও: সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর সাম্প্রদায়িক হামলা, বাড়ী-ঘর ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করেছে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা।

ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই।ধর্ম যার যার রাষ্ট্র সবার-শ্লোগানকে সামনে রেখে বুধবার (১১ আগষ্ট) বিকেলে ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ কর্মসুচি পালন করে সংগঠনটি।

জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর গুপ্ত বুয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দিপক কুমার রায়, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক কুমার দাস সহ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ও জেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা।

এসময় বক্তারা খুলনার রূপসার শিয়ালি গ্রামের হিন্দুপাড়ায়, পটুয়াখালীর কলাপাড়ায় রাখাইন এলাকায়, মৌলভীবাজার কুলাউড়া আদিবাসী সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা লুটপাট ভাঙচুর এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে এসব ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button