দৌলতদিয়ায় মানুষের চাপে ঠাঁই নেই লঞ্চ-ফেরিতে
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে বিধিনিষেধ শিথিলে দৌলতদিয়ায় দূরপাল্লার গণ-পরিবহণ চলাচল করায় ফেরিঘাট ও লঞ্চঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
বিধিনিষেধ শিথিলে প্রায় সব কিছু খুলে দেয়ায় অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপে তিল ধারণের ঠাঁই নেই রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। এ মুহূর্তে নদী পারের অপেক্ষায় রয়েছে প্রায় সাত শতাধিক যানবাহন। এরমধ্যে পণ্যবাহী ট্রাক বেশি রয়েছে প্রায় পাঁচ শতাধিক। আর দূরপাল্লার বাসের সংখ্যা প্রায় শতাধিকের মতো। এ ছাড়া ছোট গাড়িসহ যাত্রীবাহী বাস সিরিয়ালে পারাপারের অপেক্ষায় রয়েছে।
বুধবার (১১ আগস্ট) বিকেলের দিকে সরেজমিন দৌলতদিয়া ঘাট ঘুরে এসব চিত্র দেখা যায়।
ফরিদপুরের মধুখালী থেকে ঢাকামুখী যাত্রী পরিতোষ ভৌমিক বলেন, কঠোর লকডাউন থাকায় ঢাকায় যেতে পারিনি। আজ থেকে গণ-পরিবহণ চলাচল করায় ঢাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে যাচ্ছি। বৃহস্পতিবার চাকরিতে যোগদান করব।
ঢাকা ফেরত যাত্রী বিল্লাল সেখ বলেন, ঈদ ঢাকায় পালন করায় কুষ্টিয়ার গ্রামের বাড়ি যেতে পারিনি। তাই পরিবার নিয়ে বেড়ানোর জন্য আজ ভোরে ঢাকা থেকে রওনা হয়েছি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইউব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দীন বলেন, বিধিনিষেধ তুলে নেয়ার কারণে আজ থেকে গণ-পরিবহণ চলছে। তাছাড়া শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ-রুটে ফেরি চলাচল সীমিত করায় এ ঘাটে চাপ বেড়েছে। এসব যাত্রী ও যানবাহনকে নদী পার করানোর জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ছোট-বড় ১৫টি ফেরি রয়েছে। এর মধ্যে ১৩টি চলাচল করছে। অপরদিকে এই নৌ-রুটে ১৮টি লঞ্চ চলাচল করবে বলেও জানান এই কর্মকর্তা।
রাজবাড়ী পুলিশ সুপার এসএম শাকিলুজ্জামান বলেন, হঠাৎ সব যানবাহন একযোগে পার হতে আসায় ঘাটে যানজট চলছে। তবে ঘাটে যানবাহনের সিরিয়াল নিয়ন্ত্রণে পু্লিশ যথেষ্ট দায়িত্ব পালন করছে। ঘাটে ফেরি কম থাকায় গাড়ির বড় লাইন হয়েছে।