বিনোদন

ফান করা এক জিনিস, ছোট করা অন্য জিনিস: শবনম ফারিয়া

ব্যক্তিগত জীবন নিয়ে তেমন কোন রাখঢাক করেন না ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সাহসের সঙ্গে নিজের সকল অনুভূতি প্রকাশ করেন তিনি। ফলে প্রায়ই সাইবার বুলিংয়ের শিকার হন এই অভিনেত্রী। এবার সোশ্যাল মিডিয়ায় সাইবার বুলিংয়ের শিকার হওয়ার বিষয়ে মুখ খুললেন ফারিয়া।

তিনি লিখেছেন, ‘কারো ছবিতে কোন কারণ ছাড়া কু্ৎসিত কমেন্ট করে কি ধরনের আরাম অনুভব করতে পারে একটা মানুষ! কমেন্ট সেকশনে মাঝে মাঝে কিছু অশ্লীল ছবি দেখি, এসব তো বিকৃত মানসিকতার লক্ষণ!’

ফারিয়া আরও লিখেছেন, ‘আপনার যদি মনে হয় কাউকে ছোট করে, অপমান করে কিংবা কষ্ট দিয়ে আপনার ভালো লাগছে তাহলে বুঝতে হবে আপনার মানুষিক অবস্থা পুরোপুরি স্বাভাবিক নেই! ফান করা এক জিনিস, কাউকে ছোট করা অন্য জিনিস। মন গড়া একটা কথা লিখে কাউকে ছোট করায় কোন বীরত্ব নেই।’

প্রসঙ্গত, সম্প্রতি ফেসবুকে ছবি শেয়ার করে ট্রোলের শিকার হয়েছেন অভিনেত্রী ভাবনা। মাদক মামলায় গ্রেপ্তার হওয়া চিত্রনায়িকা পরীমণিও বিভিন্ন সময় সাইবার বুলিংয়ের শিকার হওয়ার পর ফেসবুকে কমেন্টস অপশন বন্ধ করে রেখেছেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button