দেশজুড়ে

মাগুরায় সিএসআর কার্যক্রমে কর্মহীন ব্যাক্তিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

মতিন রহমান, মাগুরা: মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নে করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় সোনালী ব্যাংক লিঃ কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় কর্মহীন এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে গোপালগ্রাম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ নগদ অর্থ ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু নাসির বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন কবীর, সোনালী ব্যাংক লিঃ ডেপুটি জেনারেল ম্যানেজার ঝিনাইদহ ইকবাল কবীর, সাংবাদিক অলোক বোস প্রমুখ।

এসময় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ইউনিয়নের কর্মহীন ১শ লোকের মধ্যে জনপ্রতি নগদ দুই হাজার টাকা করে ও ৫০ জনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button