দেশজুড়ে
মোংলায় মদ ও বিয়ারসহ একজনকে আটক করেছে র্যাব
মোঃসোহেল, মোংলা প্রতিনিধি: মোংলার বাস স্ট্যান্ড এলাকা থেকে মদের ও বিয়ারসহ একজনকে আটক করেছে র্যাব।
র্যাব-০৬ জানায়, মোংলার স্থায়ী বন্দর বাস স্ট্যান্ড সংলগ্ন অনুপম খানের আবাসিক হোটেলের সামনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ৩টা ৫৫ মিনিটের সময় সেখানে অভিযান চালানো হয়।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে মাদকদ্রব্য্যসহ মোঃ বিল্লাল গাজী (২২) কে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬ ক্যান বিদেশী বিয়ার ও ৬ বোতল দেশীয় মদ জব্দ করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
বিল্লাল বরগুনা জেলার বেতাগী থানার গ্রামদ্দন এলাকার মোঃ মোস্তফা গাজীর ছেলে।