স্ত্রী হত্যা মামলায় জামিন মেলেনি বাবুল আক্তারের

0
93

চট্টগ্রামে স্ত্রী খুনের মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন নামঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (১০ আগস্ট) সকালে চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দীনের ভার্চ্যুয়াল আদালত এ জামিন নামঞ্জুর করেন।

বাবুল আক্তারের আইনজীবী মুহাম্মদ আজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, ভার্চ্যুয়াল আদালতে বাবুল আক্তারের জামিন আবেদন জানানো হয়। শুনানি শেষে জামিন নামঞ্জুর করেছেন বিচারক। পরবর্তী সময়ে জামিনের জন্য আইনি পদক্ষেপ নেয়া হবে।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন সকালে নগরের জিইসি মোড়ের কাছে ওআর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন তৎকালীন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় পাঁচলাইশ থানায় খুনের মামলা করেন বাবুল আক্তার। মামলাটি তদন্ত করছিল নগর ডিবি পুলিশ। পরে গত বছরের জানুয়ারিতে ‘আদালতের নির্দেশে’ মামলার তদন্তভার পায় পিবিআই।

এদিকে পিবিআইয়ের তদন্তে উঠে আসতে থাকে স্ত্রী খুনের সঙ্গে বাবুল আক্তারের সম্পৃক্ততার নানা দিক। পরে ১২ মে দুপুরে বাবুল আক্তারকে প্রধান আসামি করে নগরীর পাঁচলাইশ থানায় খুনের মামলা করেন মিতুর বাবা মোশাররফ হোসেন।