দেশজুড়ে
করোনায় মৃত ও ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান
ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে করোনায় মৃত ও ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে নগদ আর্থ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসীদের সংগঠন চাঁপাইনবাবগঞ্জ এসোসিয়েশন ইউএসএ ইনক।
মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সংগঠনের সদস্য শরিফুল ইসলাম বকুল ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মাঝে এ অর্থ বিতরণ করেন।
এসময় অবসরপ্রাপ্ত অধ্যক্ষ্য ইসরাইল হক, স্থানীয় ব্যবসায়ী মেহেদি হাসান, আসাদুজ্জামান বাবু, খলিলুর রহমান, আব্দুল মজিদ, শামিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সদর উপজেলার ১০০টি পরিবারের মধ্যে করোনায় মৃত ২৮জনের পরিবারকে ৭হাজার টাকা করে ও দুঃস্থ ৭২টি পরিবারকে ২হাজার টাকা করে দেয়া হয়।
পর্যায়ক্রমে জেলায় মোট ২৫০টি পরিবারের মাঝে এ অর্থ সহায়তা দেয়া হবে বলে জানান সংগঠন সংশ্লিষ্টরা।