দেশজুড়ে

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মতিন রহমান, মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার গোয়ালবাথান গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমরান হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। নিহতের যুবক গোয়ালবাথান বাজারের ব্যবসায়ী জহুরুল ইসলামের ছেলে।

জানাগেছে, মঙ্গলবার (১০ আগস্ট) রাত ২ টার দিকে মোবাইল ফোনে চার্জ দেওয়ার সময় মাল্টিফ্লাগে হাত লাগে। এসময় সক লেগে আহত হয় ইমরান। আহত অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

নিহত ইমরান ফ্রি-ফায়ার গেমে আসক্ত ছিলো বলে জানায় তার সহপাঠীরা। সে স্থানীয় ছোটজোকা আলীম মাদ্রাসার ছাত্র ছিলো। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button