মাগুরায় পাট কেনাকাটা নিয়ে ব্যবসায়ী নিহতের অভিযোগ


মতিন রহমান, মাগুরা জেলা সংবাদদাতা: মাগুরা সদরের শত্রুজিৎপুর বাজারে পাট কেনা বেচা নিয়ে ফারুক হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহত ফারুকের বাড়ি মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম। তিনি শত্রুজিৎপুর বাজারের রড, সিমেন্ট বিক্রেতা ও ফারুক এন্টারপ্রাইজের মালিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে শত্রুজিৎপুর হাটের সময় ফারুকের দোকানের সামনে পাট কেনার জন্য পাট বিক্রেতার সঙ্গে দামাদামি করছিলেন নিহত ফারুকের চাচাতো ভাই ইমদাদুল। ওই একই পাট কেনার জন্য ওখানে উপস্থিত হয় হাবিবুর রহমান (৪০) নামের আরেক ব্যবসায়ী। তার বাড়ি শত্রুজিৎপুর মোল্যা পাড়ায়। তিনিও শত্রুজিৎপুর বাজারে ব্যবসা করেন।
পাট কেনাকাটা নিয়ে ইমদাদুল ও হাবিবুর রহমানের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এসময় ফারুক ঠেকাতে এগিয়ে এলে তাকেও ধাক্কা দেয় ও গায়ে হাত তোলে হাবিবুর। এর একপর্যায়ে ফারুক অসুস্থ হয়ে পড়লে পাশেই ডাক্তারের কাছে নেওয়ার আগেই তিনি মারা যান বলে অভিযোগ উঠেছে। তবে অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছে। এঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এঘটনায় মাগুরার থানা পুলিশ ও স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। পুলিশ জানায়, লাশ ময়নাতন্তের জন্য অপেক্ষামান রয়েছে। এঘটনার তদন্ত করা হবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।