দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ৮ হাজার ৪’শ ২৮ পিস ইয়াবাসহ মোঃ ওয়াসিম (১৯) নামে এক যুবককে আটক করেছে।

গতকাল রোববার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর এলাকায় এ অভিযান চালায় র‌্যাব-৫ সদস্যরা। আটককৃত মোঃ ওয়াসিম হচ্ছে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের জগন্নাথপুর ডাগাটোলা গ্রামের মোঃ সামায়ুন ইসলাম ওরফে বিয়নের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ এবং স্কোয়াড কমান্ডার মোঃ ওমর আলী এর নেতৃত্বে র‌্যাবের একটি দল গতকাল রোববার রাত ৯ টার দিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর পাঁকাটোলা গ্রামের জনৈক শরিফুল ইসলামের বাড়ির সামনে অভিযান চালিয়ে ৮ হাজার ৪’শ ২৮ পিস ইয়াবাসহ উক্ত যুবককে আটক করে।
এ ব্যাপারে শিকগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button