দেশজুড়ে
গোবিন্দগঞ্জে অভিমান করে নবম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
ছাদেকুল ইসলাম রুবেল গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জের পিতা মাতার উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। উপজেলার পাড়াকচুয়া গোয়ালবাড়ি গ্রামে রোববার দুপুরে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী ওই গ্রামের ময়েন উদ্দিনের মেয়ে শাহানা (১৪)।
এলাকাবাসী জানায়, শাহানা কয়েকদিন আগে তাঁর পিতার কাছে একটা সোনার চেইন কিনে যায়। কিন্তু তাঁর পিতা তাকে সোনার চেইন না দেওয়ায় সে ক্ষুদ্ধ হয়ে উঠে। রোববার দুপুরে শাহানা ঘুমাতে যাওয়ায় তাঁর মা তাকে বকা দেয়। এতে অভিমান করে গলায় ফাঁস দিয়ে শাহানা আত্মহত্যা করে। তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ বিকালে তাঁর লাশ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অভিমান করেই সে আত্মহত্যা করেছে।