নানা সমস্যায় মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
মোঃ রনি খান, মির্জাগঞ্জ থেকেঃ পর্যাপ্ত চিকিৎসক নেই, দেড়যুগ ধরে অচল এক্স-রে মেশিন। বন্ধ রয়েছে ইসিজি, আলট্রাসনোগ্রামসহ প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা। জরুরী সেবা না পেয়ে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে হাসপাতালে আসা দুই শতাধিক রোগী ফিরে যান। বাধ্য হয়েই ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে অধিক টাকা খরচ করে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করাচ্ছেন। নেই সু-চিকিৎসার ব্যবস্থা, সমস্যা ও সংকটে জর্জরিত।
এমনই চিত্র দুই লক্ষাধিক মানুষের চিকিৎসার একমাত্র ভরসা স্থাল পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কর্তৃপক্ষ বলছে, সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকার জানানো হলেও এখন পর্যন্ত সমস্যাগুলোর সমাধান হয়নি।
স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, ২০০৯ সালে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও আগের জনবল দিয়েই চলছে কার্যক্রম। এমবিবিএস চিকিৎসকের ২১ টি পদের মধ্যে কর্মরত আছেন ৬ জন। এর মধ্যে স্বাস্থ্য কর্মকর্তা প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন। ফলে পাঁচজন চিকিৎসক দিয়ে ইনডোর ও আউটডোরের রোগীদের চিকিৎসা সেবা দিতে হয়। ইনডোরের রোগী ছাড়াও প্রতিদিন ১০০-২০০জন রোগীকে আউটডোরে চিকিৎসা দিতে হয়।
এছাড়াও জুনিয়র কনসালটেন্ট (সার্জারি), জুনিয়র কনসালটেন্ট (গাইনি), জুনিয়র কনসালটেন্ট (শিশু),জুনিয়র কনসালটেন্ট (এ্যানেসথেসিয়া), ডেন্টাল সার্জন ১জন, সিনিয়র স্টাফ নার্স ১জন, ১জন সহকারী নার্স, ২জন মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) , মেডিকেল টেকনোলজিষ্ট (রেডিওগ্রাফার), ১জন জুনিয়র মেকানিক, ওয়ার্ড বয় ১জন , নিরাপত্তা প্রহরী ১জন , বাবুর্চি ১জন ও ৫জন পরিচ্ছন্নতা কর্মীর মধ্যে ২ জনের পদ দীর্ঘদিন যাবত শূন্য রয়েছে।
মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) এর পদ শূন্য থাকায় ইসিজি ও আলট্রাসনোগ্রামসহ কোন প্যাথলজিক্যাল পরীক্ষা হচ্ছে না। ফলে প্রসূতি, হার্ট ও পেটের সমস্যায় আক্রান্তরা সেবাবঞ্চিত হচ্ছেন। ডেন্টাল চিকিৎসক না থাকায় ডেন্টাল চেয়ারসহ অন্যান্য যন্ত্রপাতি নষ্ট হতে চলেছে। এতে সেবা পাচ্ছেন না দাঁতের সমস্যা নিয়ে হাসপাতালে আসা রোগীরা। গাইনী বিশেষজ্ঞ ও এ্যানেসথেসিয়ার অভাবে অপারেশন থিয়েটারের (ওটি) যন্ত্রপাতি থাকলেও এক যুগ ধরে সেখানে কোন অপারেশন হয় না। ফলে হাসপাতালে আগত অধিক ঝুঁকিপূর্ণ প্রসূতিদের বাহিরের বেসরকারি হাসপাতাল অথবা ক্লিনিকে রেফার করেন সংশ্লিষ্টরা। এতে রোগীর স্বজনদের অধিক টাকা খরচ হয়। থিয়েটারটি দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় সরকারের কোটি টাকা মূল্যমানের যন্ত্রপাতি নষ্ট হতে বসেছে। এছাড়াও উপজেলার মহিষকাটা উপস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন ধরে মেডিকেল অফিসারের পদ শূন্য রয়েছে।
সেবা নিতে আসা রোগীদের অভিযোগ, হাসপাতলে কোন পরীক্ষা-নিরীক্ষা হয় না।ক্লিনিকে বেশি টাকা দিয়ে এক্স-রে সহ বিভিন্ন ধরনের পরীক্ষা করি। ঠিকমতো ডাক্তারও পাওয়া যায় না। গুরুতর রোগী হলে বেশি ভাড়া দিয়ে বেসরকারি এম্বুলেন্সে করে বরিশাল যেতে হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সমস্যা হচ্ছে জনবল সংকট। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানানো হয়েছে। এছাড়া এক্সরে মেশিন অচল হয়ে যাওয়ায় নতুন এক্সরে মেশিনের চাহিদা পাঠিয়েছি এবং নতুন একটি অ্যাম্বুলেন্সের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ডিউ লেটার পাঠানো হয়েছে।