উল্লাপাড়ায় কর্মহীন অসহায় মানুষের মধ্যে কালের কন্ঠ শুভসংঘের মানবিক সহায়তা
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কালের কন্ঠ পত্রিকার ‘শুভসংঘ’ সংগঠনের পক্ষ থেকে কর্মহীন অসহায় মানুষের মধ্যে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার বিকেলে স্থানীয় সরকারি আকবর আলী কলেজ মাঠে ৩ শত অসহায় পরিবারের সদস্যদের এ সহায়তা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভসংঘের কেন্দ্রীয় কমিটির পরিচালক জাকারিয়া জামান।
শুভসংঘের উল্লাপাড়া উপজেলা শাখা কমিটির সভাপতি শিমুল সরকার জানান, কালের কন্ঠ পত্রিকার শুভসংঘের কেন্দ্রীয় কমিটির পরিচালক জাকারিয়া জামানের দিক নির্দেশনায় বসুন্ধরা গ্রুপের সার্বিক সহযোগিতায় স্থানীয় শুভসংঘ উল্লাপাড়া উপজেলা শাখার সদস্যদের মনোনীত ৩ শত কর্মহীন অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছ।
মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী শফিকুল ইসলাম শফি, উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, কালের কণ্ঠ পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি অসীম মন্ডল, স্থানীয় উপজেলা প্রতিনিধি আতাউর রহমান রাজু, শুভ সংঘ উল্লাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফয়সাল সুমন, সহ-সভাপতি মোহাম্মদ জুয়েল রানা, শাহনেওয়াজ সাদি, কফি আনান, যুগ্ম সাধারণ সম্পাদক জ্যোতির্ময় চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক হৃদয় মাহমুদ এবং কালের কন্ঠ শুভ সংঘ উল্লাপাড়া শাখার সংশ্লিষ্ট সদস্যবৃন্দ।
এই মহান কাজটি স্থানীয় সংঠনের সকল সদস্যের অক্লান্ত পরিশ্রমে সফলভাবে বাস্তবায়ন করা হয়।