কালীগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯১ তম জন্মবার্ষিকী পালন
মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধিঃ ঝিনাইদহ কালীগঞ্জে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯১ তম জন্মদিন উদযাপন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টা ৩০ মিনিটের সময় কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে কেক কেটে জন্মদিন পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জন্মবার্ষিকীর অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ -৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম (আশরাফ), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব শিবলী নোমানী।
উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ইসরাইল হোসেন,পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদউদ্দীন,উপজেলার সাবেক প্রচার সম্পাদক ঔদুর জামান ওদু,পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মন্টু,৭ নং রায়গ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান নাজিম, সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন জুয়েল সহ আওয়ামীলীগ, যুবলীগ কৃষকলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন কালীগঞ্জ পৌর কৃষকলীগের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম (ইষ্টিল)।