দেশজুড়ে

ধামরাইয়ে বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী উদযাপন ও সেলাই মেশিন বিতরণ

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: বঙ্গবন্ধুর সকল লড়াই–সংগ্রাম–আন্দোলন এর নেপথ্যের প্রেরণাদায়ী মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব–এর জন্মদিন ৮ আগস্ট ২০২১ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ই আগষ্ট) বেলা এগারো ঘটিকার সময় ধামরাই উপজেলা অডিটোরিয়ামে ধামরাই উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম চয়ন এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই এর মাটি ও মানুষের নেতা, ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ও বায়রার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব বেনজীর আহমেদ এমপি।

এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান পিপিএম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা খানম সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ