দেশজুড়ে

সরিষাবাড়ীতে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ও খাদ্য সামগ্রী বিতরণ

তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ মহীয়সী নারী শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন যোগ্য ও বিশ্বস্ত সহচর।বাঙালির মুক্তি সংগ্রামে অন্যতম এক নেপথ্য অনুপ্রেরণাদাত্রী।

তিনি অসাধারণ বুদ্ধি, সাহস, মনোবল, সর্বংসহা ও দূরদর্শিতার অধিকারী ছিলেন এবং আমৃত্যু দেশ ও জাতি গঠনে অসামান্য অবদান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিনী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকীতে জামালপুরের সরিষাবাড়ীতেরোববার সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যেগে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং গরীব দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।পরে বিকেলে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্দ্যেগে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে দুস্থ ও স্বামী পরিত্যাক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

এতে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ এর সভাপতিত্বে এ সেলাই মেশিন ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা এর সভাপতিত্বে দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান,জামালপুর জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল গনি,সরিষাবাড়ী অনার্স কলেজের অধ্যক্ষ সরোয়ার জাহান,উপজেলা সহকারী কমিশনার(ভ’মি)ফাইযুল ওয়াসীমা নাহাত,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন,তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি এর পক্ষে পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল,পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান মিজান,সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু,অর্থ বিষয়ক সম্পাদক সাতপোয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ব্যবসায়ী রাজু আহমেদ প্রমুখ সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কমী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button