দেশজুড়ে
মোরেলগঞ্জে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত


শেখ সাইফুল ইসলাম কবির : বাগেরহাটের মোরেলগঞ্জে রবিবার সকালে সড়ক দুর্ঘটনায় অহিদুজ্জামান (৩০) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে মোরেলগঞ্জের বাধাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মোটর সাইকেল চালক অহিদুজ্জামান বাগেরহাট থেকে পিরোজপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে বাধাল এলাকায় বিপরীত থেকে আসা আলমসাধুর (নসিমন) সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সে মারা যায়।
নিহত অহিদুজ্জামান সাতক্ষীরার তালা উপজেলার ইসলামপুর গ্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে বলে মোরেলগঞ্জের মহিশপুরা থানার আইসি এসআই মাহমুদুল হাসান নিশ্চিত করেছেন।
মোরেলগঞ্জ থানা অফিসার ইন চার্জ মো. মনিরুল ইসলাম ও বাগেরহাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।