দেশজুড়ে

ঘাটাইলে বঙ্গমাতা ফজিলাতুন নেছার জন্মবার্ষিকী পালিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠান সূচির মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া মাহফিল, প্রশিক্ষিতদের মাঝে সেলাই মেশিন বিতরন এবং কেক কাটা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার (পিপিএম), উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান আজাদ, সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান হেকমত সিকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন প্রমূখ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button