দেশজুড়ে

রামপালে চেতনানাশক স্প্রে ছিটিয়ে চুরি, মহিলা ভাইস চেয়ারম্যান দম্পতি হাসপাতালে

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ রামপালে রবিবার (৭ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে চেতনানাশক স্প্রে ছিটিয়ে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। স্প্রের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন একই পরিবারের ২ জন ৷

খবর পেয়ে পুলিশ ও আওয়ামীলীগ নেতাকর্মীরা রবিবার (৮আগস্ট) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। রামপাল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলির বাড়িতে এই দূর্ধর্ষ চুরি সংগঠিত হয় ৷

স্থানীয়রা জানায়, রবিবার সকালে অনেক দেরী হলেও তারা ঘুম থেকে না জাগায় আশপাশের প্রতিবেশীদের বিষয়টি সন্দেহ হয় ৷ এরপর প্রতিবেশীরা এগিয়ে এসে তাদেরকে অচেতন অবস্থায় দেখতে পান ৷ স্থানীয়রাই তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। দুপুর নাগাদ মহিলা ভাইস চেয়ারম্যান চেতনা ফিরে পেলেও তার স্বামী মো: শেখ আলতাফ মাহমুদ (৬০) এখনও অচেতন অবস্থায় চিকিৎসাধীন আছেন ।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি জানান, কাজ সেরে এদিন রাত ২টা নাগাদ তারা স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। রাতের কোন এক সময়ে দুর্বত্তরা ঘরের জানালা দিয়ে চেতনানাশক স্প্রে ছিটিয়ে তাদের অচেতন করে ফেলে ৷ এরপর দুর্বত্তরা জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে চুরি করে ৷ এসময় আলমারীতে থাকা প্রায় ১৪ ভরি ওজনের বিভিন্ন ধরণের স্বর্ণালংকার ও নগদ ২ লাখ ৭৮ হাজার টাকা নিয়ে যায় ।

রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সামসুদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনও পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ করেনি ৷ অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ৷

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button